Posts

Showing posts from 2021

নীল খামের চিঠি

  প্রিয় মৌমিতা,        দীর্ঘ সাত বছর পর তোমাকে চিঠি লেখা শুরু করলাম। এই 7 বছরে চিঠি লেখার অভ্যাসটা প্রায় নষ্ট হয়ে গেছে, মানুষতো অভ্যাসের দাস  তাই না বল? অফিসের উপরতলায় চিঠি পাঠিয়ে সুপারিশ করা ছাড়া আর চিঠি লেখার কোন প্রয়োজন নেই। অজানা কথাগুলো হয়তো এখন নিরুদ্দেশের পথের যাত্রী হয়ে গেছে, আজ আর চিঠিতে সেই কথা আসবে না। রঙিন কার্ড জমিয়ে তোমাকে লেখা চিঠিগুলো কি আজও যত্নে রেখেছো তোমার ওই টিনের ছোট্ট বাক্সটায়? নতুন নতুন নামে তোমাকে বিশেষিত করা... আজ আর কিছু নতুন ভাবতে পারছি না জানো? চিন্তা ভাবনা গুলো যেন বড় বড় বিল্ডিং এর তলায় চাপা পড়ে গেছে । প্রতি রাতে খাবার পর বিছানায় আধশোয়া অবস্থায় তোমাকে চিঠি লেখা টা কোন ড্রাগ বা হিরোইনের নেশা থেকে কোন অংশে কম ছিলনা। মনে আছে?... সবথেকে বেশি চিঠির শেষে তোমাকে উদ্দেশ্য করে ওই ছোট্ট চার লাইনের নতুন নতুন গানের সুরে বাঁধা কবিতার ছন্দের জন্য তুমি অপেক্ষা করতে। যাক বাস্তবের আঁধারে হারিয়ে যাওয়া অতীতের কথা এখন ছাড়ি। কল্পনার তরী অনেকদূর যে ভাসিয়ে নিয়ে যাওয়া যায় তার সাক্ষী হয়তো তুমি আমি দুজনেই, কিন্তু বাস্তবে তরীটা তৈরি করা খুবই শক্ত... তাই ন