Posts

নীল খামের চিঠি

  প্রিয় মৌমিতা,        দীর্ঘ সাত বছর পর তোমাকে চিঠি লেখা শুরু করলাম। এই 7 বছরে চিঠি লেখার অভ্যাসটা প্রায় নষ্ট হয়ে গেছে, মানুষতো অভ্যাসের দাস  তাই না বল? অফিসের উপরতলায় চিঠি পাঠিয়ে সুপারিশ করা ছাড়া আর চিঠি লেখার কোন প্রয়োজন নেই। অজানা কথাগুলো হয়তো এখন নিরুদ্দেশের পথের যাত্রী হয়ে গেছে, আজ আর চিঠিতে সেই কথা আসবে না। রঙিন কার্ড জমিয়ে তোমাকে লেখা চিঠিগুলো কি আজও যত্নে রেখেছো তোমার ওই টিনের ছোট্ট বাক্সটায়? নতুন নতুন নামে তোমাকে বিশেষিত করা... আজ আর কিছু নতুন ভাবতে পারছি না জানো? চিন্তা ভাবনা গুলো যেন বড় বড় বিল্ডিং এর তলায় চাপা পড়ে গেছে । প্রতি রাতে খাবার পর বিছানায় আধশোয়া অবস্থায় তোমাকে চিঠি লেখা টা কোন ড্রাগ বা হিরোইনের নেশা থেকে কোন অংশে কম ছিলনা। মনে আছে?... সবথেকে বেশি চিঠির শেষে তোমাকে উদ্দেশ্য করে ওই ছোট্ট চার লাইনের নতুন নতুন গানের সুরে বাঁধা কবিতার ছন্দের জন্য তুমি অপেক্ষা করতে। যাক বাস্তবের আঁধারে হারিয়ে যাওয়া অতীতের কথা এখন ছাড়ি। কল্পনার তরী অনেকদূর যে ভাসিয়ে নিয়ে যাওয়া যায় তার সাক্ষী হয়তো তুমি আমি দুজনেই, কিন্তু বাস্তবে তরীটা তৈরি করা খুবই শক্ত... তাই ন

বাংলা সিরিয়াল

Image
এইযে দাদা,ভাই,কাকা,বাবা আপনারা কি নিপীরিত,লাঞ্ছিত বাড়ির টিভি রিমোট থেকে?তাহলে আপনাদের মনে মলম লাগাতে।আজকের টপিক বাংলা সিরিয়াল।     শুরু করি বাংলা সিরিয়াল তইরি নিয়ে-প্রথমে একটা  নায়ক, একটা নায়িকা আর গাঁজা খেয়ে লিখতে বসা প্রচণ্ড ন্যাকামি যুক্ত একটা স্ক্রিপ্ট। সেই নায়কের আবার অনেক ভাগ আছে যেমন শহরের নায়ক, অন্ধ নায়ক,বোকা হাবা নায়ক,সব জান্তা নায়ক। আর নায়িকাও ঠিক সেরকমই গ্রামের অশিক্ষিত গরিব নায়িকা, বড়লোক বাবার ন্যাকা মেয়ে নায়িকা আবার মধ্যবিত্ত ঘরের প্রতিবাদী  নায়িকা সে কিন্ত সব বিশয়ে পারদর্শী। নায়ক থাকবে, নায়িকা থাকবে অথচ ভিলেন থাকবে না এটা কেমন জানো লাগে না? তাই গল্প কে টেনে লম্বা করার জন্য একটা  স্মার্ট, শিক্ষত,ক্ষমতাশালি ভিলেন।যদিও এখন পুরুষ ভিলেনের থেকে মহিলা ভিলেনের দাপট বেশি দেখা যায়। আজকাল  তো  আবার ছোট বাচ্ছা গুলোকে ইচরেপাকা করে হাসাচ্ছে কাঁদাচ্ছে বা পাকা পাকা কথা বলিয়ে  trp বাড়াচ্ছে। এবার আসি সিরিয়ালের প্রকারভেদে- সব সিরিয়াল প্রায় একি রকমএর।সেই একি গল্প শহরের স্মার্ট ছেলে গ্রামে গিয়ে একটা অশিক্ষিত গ্রাম্য মেয়েকে বিয়ে করে এনে বাড়িশুদ্ধ  লোকের অপমান সহ্য করাচ্ছে,সারাদিন কাঁদতে কাঁদতে

মধ্যবিত্ত

Image
ও দাদা আপনি কি মধ্যবিত্ত? বউদি আপনি? হুম হুম হুমম আজকের টপিক মধ্যবিত্ত।।   মধ্যবিত্তদের মুখে সব সময় একটাই কথা "গরিবের হাজার জ্বালা"। বস মধ্যবিত্ত হয়া টা কিন্তু বহুত চাপ।আপনি যদি মধ্যবিত্ত হন তাহলে দেখবেন যে মেসেজ বক্স এ কম্পানির মেসেজ এর মত মাসের প্রথম সপ্তাহে বাজারের ব্যাগ থেকে বাজার উপচে পড়ছে। তাতে পাখির মাংস ( চিকেন) আর জলের পোকা ( চিংরি) থাকবেই।কিন্তু মাসের শেষ এ খাবার মেনুতে সবজি বা ডাল মাঝে মাঝে বরষা কালে রোদ ওঠার মত মাছ হয়।এত গেল খাবারের কথা।মাসের শেষএ কোলগেট বা ফেস ওয়াস এর টিউব শেষ হয়ে গেছে কিন্তু দাদা আমরা তো বড়লোক নই যে জঞ্জাল মনে করে ফেলে দেব,আমরা গণেশ এর ছোলার ছাতু খেয়ে শক্তি বাড়িয়ে ব্রাশ দিয়ে চেপে চেপে বেড়  করে দুদিন তো চালাবই।তারপর সেটার ইজ্জত হানি করে পেট কেটে পেস্ট বের করে আর ও দুদিন চালানোর চেষ্টা করব।একের পর এক ঘামাচির পাউদার কিনবো কিন্তু হাই স্পিড ফ্যান চালাবো না-ইলেকট্রিক বিল দিতে দাদা খুব গায়ে লাগে।   শুয়োপোকার মত জন্ম হলেও প্রজাপতি হয়ার স্বপ্ন টা কিন্তু আমরা দেখেই যাই বেশিরভাগ সময় সেই খোলস থেকে বেরতে পারিনা।ছোট থেকেই একটা কথাই শুনে বড় হই যে " নি

status of প্রেম

Image
অনেকদিন তো রইলাম mingle, হাফ ছেড়ে বাঁচতে হতে চাই single। স্কুল প্রেম,কলেজ প্রেম অনেক তো হল, chating, dating,meeting ও অনেক হল। প্রথমে তো প্রেম ছিল- ওগো মোর প্রিয়তমা, আমি দারি তুমি কমা। আমি পাহাড় তুমি পর্বত, আমি চিনি তুমি শরবত। আর এখন প্রেম- আমি ভাত তুমি বিরিয়ানি, করাও শুধু হয়রানি। শুধু চাই জিন্স শার্ট, এখন পকেট আমার গড়েরমাঠ। আম পাতা জোড়া জোড়া, এখন আমি হইলাম পুরাই আধমরা। উকুন হয়ে শুষে নিচ্ছ আমার মাথার রক্ত, তোমায় ভুলে যাওয়া টা নয়কো অনেক শক্ত। চাই তোমার স্টার জলসার মেগা সিরিয়াল, তাই তো ছেড়ে দিয়েছি আমার জীবন এর হাল। এটা চাই ওটা চাই,চাই শুধু মানি, মানি না দিতে পারলে হই আমি ফানি।

high protein salad

Image
Ingredients :  1 cup sprouted channa seeds 1/2 cup sprouted mung seeds 1 cup small pieces of paneer 1/2 cup chopped onion 1/2 cup chopped tomatoes 1/2 cup cucumbers black salt green chili lemon juice (6-7 tsp) 2tsp roasted cumin dust 2tsp black pepper powder 1tsp chaat masala(optional)    channa seeds and mung seeds are protein food but when it sprouts,become more protein. take a large bowl firstly add paneer, sprouted Channa and mung sedd then add chopped tomato,cucumber then mixed well. then add black salt,black pepper, lemon juice, green chili,cumin dust,chaat masala and mixed well.ready for serve. it is very delicious. it melts your body fat quickly.

facebook প্রেম

Image
ফেসবুক এ একটা মেয়ে দেখলাম, উরে ভাই কি যে দেখলাম। "দিল্লী লাডু"  খাওয়ার মত   friend request টা পাঠিয়েই দিলাম।ভেবেছিলাম প্রেমের বিশাল ঝড় উঠবে কিন্তু হলনা,আচ্ছা একটু হাওয়াও তো বইতে পারতো? মনে মনে একটাই গান বাজে "ধ্যাততারিকি ধ্যাততারিকি পটেও পটে না,ছুড়ি তোমার এত গরম ছিপে ওঠে না"।কিন্তু ভাই ছিপ ত আমি সরাবো না।ছোটো থেকেই থাম্মার একটাই ভাঙা record শুনে যাচ্ছি- যে সয় সে রয়।কতই তো ডানা  কাতা পরি এল গেল - জীবন টা চানাচুর ভাজা করে দিয়ে চলে গেল।কিন্তু এইবার আমি পাথরের মত ঝড় বৃস্টি সহ্য করে একই জায়গায় দারিয়ে থাকব।যেমন বলা তেমনি কাজ।প্রতিদিন নিয়মের বেড়াজাল না ভেঙেই friend request পাঠিয়ে মনের দরজায় knock করে যাচ্চি কিন্তু request reject করে মুখের ওপর দরজার পাল্লা বন্ধ করে দিচ্ছে। কোন কোন শুভাকাঙ্ক্ষী বলছে লেগে থাক হয়ে যাবে,আবার কেউ কেউ মন দু- টুকরো করে বলছে ছাড় তো ভাই অন্য টা try কর।আমি তো শালা দো -টানায় পড়ে গেলাম।মনে হচ্ছে আমাজন এর জংগলে একদিকে বাঘ আর একদিকে কুমির। এদিকে মেয়ে তো আবার একের পর এক ছবি upload দিয়ে চশমার ভেতর থেকে আমার চোখ বেড় করে আনছে। এতই রুপ যে মনে বাংলাদেশ এর সুর

বিয়ে বাড়ি

Image
বিয়েবাড়ি? বিয়েবাড়ি শুনলেই নিউটনএর  3rd law  মনে হয়,প্রত্যেক বিয়ের একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেমন বাচ্ছাদের কাছে বিয়েবাড়ি মানে প্রতিদিন এর জরুরি কাজ যেমন খাওয়া,মল ত্যাগ এর মতই নিয়ম করে পড়াশুনার মত কাজ থেকে একদিন কিম্বা নিকট মানুষএর বিয়ে হলে ২-৩ দিন ছুটি পাওয়া যায়- এটা স্বর্গ সুখের থেকে কম কি? এবার আসি বাচ্চাটির বাবার কথায় - বিয়েবাড়ি শুনেই  card    টিকে এমন ভাবে মনযোগের সাথে পড়ে যেন এভাবে যদি আগে পড়ত তাহলে হয়ত বাড়িতে গাড়ি আর গাড়িতে লালবাতি থাকত।তারপরেই হ্রিদপিন্দ খুলে আসে পাঁজর ভেঙে যায় এটা ভেবে যে একটা গিফট দিতে হবে।ঠিক সেই সময় বাড়ির গিন্নির প্রবেশ - "ওরা কি দিয়েছিলো যে আমাদের ভালো গিফট দিতে হবে?" মনেহয় তুলাযন্ত্র এর আবিষ্কার এই এজন্যই হয়েছিল - গিফট মাপামাপিতে।গিফট মেপে  select করা হয়ে গেল।তারপরেই এক microsecond  এর মধ্যে পারলে আলমারি ভেঙে বিশাল শাড়ির পাহাড় তৈরি খাট এর ওপর। তারপর একেক টা শাড়ি কাঁধের উপর ফেলে ঘাড় টাকে কখনো সমকোণ করে কখনো স্থুল কোন করে,কখনো বা সুক্ষ্ম কোনন করে  dressing table  এ ৩০-৪০ মিনিট কাটিয়ে স্বামী কে জিজ্ঞাস " বল না কোন শাড়ি টা পড়ব।&q